কয়েক মিনিটের ঝড়ে তছনছ বামুন্দাগ্রাম  - Ekhansangbad

Select Language

[gtranslate]
২৫শে আষাঢ়, ১৪৩২ বুধবার ( ৯ই জুলাই, ২০২৫ )

কয়েক মিনিটের ঝড়ে তছনছ বামুন্দাগ্রাম 

পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নং ব্লকের বামুন্দা গ্রামে হঠাৎ কয়েক মিনিটের ঝড়ে একেবারে লন্ড ভন্ড পরিস্থিতি। ব্যাপক ক্ষয় ক্ষতির সম্মুখীন পুরো গ্রাম । মঙ্গলবার বিকেলে হঠাৎ কালো মেঘে ঢাকলো আকাশ। এর পরেই শুরু হলো দমকা হাওয়া ও বৃষ্টি । ভেঙ্গে পড়লো একের পর এক ছোট বড়ো গাছ।

দশ মিনিট ধরে চলে ঝড়ো হাওয়া। যার কারনে ওই গ্রামের বিভিন্ন এলাকায় অনেক বসত বাড়ির ওপর গাছ ভেঙে পড়ে। বহু মানুষের ঘর বাড়ির ক্ষতি গ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয় রাস্তাঘাট ও বিদ‍্যুতের খুটি ।

যদিও প্রাণহানির কোনো প্রকার ঘটনা না ঘটলেও হঠাৎ এই ঝড়ের কারনে আতঙ্কে রয়েছেন গ্রামের মানুষ। রাস্তার ওপর বড়ো বড়ো গাছ পড়ে থাকায় যাতায়াতের ও সমস্যা দেখা দিয়েছে।

Related News

23:30