ইন্দ্রজিৎ আইচ
গত ৬ জুন মুক্তি পেয়েছিলো পরিচালক তথাগত মুখোপাধ্যায় এর ছবি রাস। সেই ছবি সাফল্যের সাথে আজও কলকাতা সহ নানা জেলায় চলছে আড়ম্বরের সাথে। এই ছবি হারিয়ে যাওয়া বাঙালীদের
গল্প নিয়ে সিনেমা। যা এক কথায় অনবদ্য এবং অসাধারণ।
ছবির মতো এন্টারটেনমেন্ট প্রযোজিত এই ছবির ৩০ দিন উপলক্ষে এক সাকসেস পার্টি অনুষ্ঠিত হলো গত ৫ জুলাই,শনিবার সন্ধ্যায় রাজারহাট চিনারপার্ক এর কাছে ডিজে ড্রাগন গেস্ট্রো পাব এন্ড স্কাই গার্ডেনে। কেক কেটে সেই সেলিব্রেশন উদযাপন করলো রাস এর পুরো টিম। উপস্থিত ছিলেন রাস পরিচালক তথাগত মুখোপাধ্যায়, ছিলেন রাস এর দুই নায়ক নায়িকা বিক্রম চ্যাটার্জী ও দেবলীনা কুমার।
ছিলেন আরো অনেক অভিনেতা অভিনেত্রী। এক সাংবাদিক সম্মেলনে পরিচালক তথাগত
জানালেন আমি এই রাস ছবির মাধ্যমে সমাজকে পরিবারকে এমনকি আমার ছবির দর্শকদের
একটা ম্যাসেজ দিতে চেয়েছি। সেটা হলো আমরা যে পাড়ায়, যে পরিবারে থাকি সবাই যেন সেই ভাবে একত্রে থাকতে পারি।
একে অপরের বিপদে পাশে দাঁড়াতে পারি, সুখে দুঃখে আনন্দে এক সাথে চলতে পারি।আগে একান্নবর্তি পরিবার ছিলো। তা ক্রমশ ছোটো হয়ে আমরা সবাই আজ একা। এটা কেন হবে। আমরা সবাই এক পরিবারের মানুষ। আমরা বাঙ্গালী। আমাদের শিল্প, সংস্কৃতি আমাদের রুচিতে আছে। এই বার্তা টা দিতে চেয়েছি এই রাস ছবির মাধ্যমে।
এই ছবিতে অভিনয় করেছেন বিক্রম, দেবলীনা ছাড়া অনির্বাণ চক্রবর্তী, অর্ন মুখোপাধ্যায়, সুদীপ মুখোপাধ্যায়, অনুসুয়া মজুমদার, রনজয় বিষ্ণু সহ মোট ৩২ জন কলাকুশলী। আমি খুব খুশি যে আমার এই ছবি রাস দর্শকরা দেখেছেন, ভালো লেগেছে। এতেই আমাদের রাসপরিবারের সকল ইউনিটের
সাফল্য এই টুকু বলতে পারি।