স্বামীর মৃত্যুতে শোকাহত হয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন এক মহিলা।এই ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দুই ব্লকের খাড় গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ খাড় গ্রামে।

মঙ্গলবার সকালে দক্ষিণ খাড় গ্রামের রাউত পাড়ার বাসিন্দা প্রয়ট অমূল্য রাউতের স্ত্রী সুভাষিনী রাউত (৬৭ ) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।পরিবারের লোকেরা সকালে তাঁকে ডাকতে এসে দেখেন এই বিধবা মহিলা তাঁর শোবার ঘরের মধ্যে কড়িকাঠে ফাঁস লাগিয়ে ঝুলছেন।

পরিবারের থেকে খবর পেয়ে পটাশপুর পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। আত্মহত্যার কারণ স্পষ্ট নয়।তবে তাঁর স্বামীর মৃত্যুর পর থেকে এই মহিলা মানসিক অবসাদে ভুগছিলেন ছিলেন বলে পরিবারের লোকেরা ও স্থানীয়রা জানান।

পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেল পরিস্কার হয়ে যাবে।
Post Views: 25





