সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িক মৌলবাদের শিকার শিকার হতে হল ভূস্বর্গের মাটিতে ভারতের সাধারণ নাগরিকদের।হাড় হিমকরা দানবীয় ঘটনার প্রত্যক্ষ স্মৃতি বয়ে বেড়াবে পরিবার পরিজন। সারা বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠছে। বৈসরণে রাষ্ট্র নিরাপত্তা ব্যবস্থার ঘাটতিকে অস্বীকার করা যাবে না । যার কারণে সন্ত্রাস কবলিত এলাকায় প্রাণ হারাতে হয়েছে ২৬ জন মানুষকে।

আজ পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত এলাকায় প্রতিবাদ মুখর মানুষ।রামনগর ও বালিসাই এরিয়া কমিটি এবং দেউলী হাটে ধিক্কার মিছিল হয়। পথসভায় বক্তব্য রাখেন পার্টির নেতা আসিস প্রামাণিক সুরঞ্জন গিরি ,সব্যসাচী জানা প্রদীপ দাস ,রমাপতি মিশ্র ।
অপরদিকে জেলার মারিশদা -৩ ব্লকে বামফ্রন্টের নাচিন্দা বাজারে প্রতিবাদ ধিক্কার মিছিল উপস্থিত মিছিলে নেতৃত্ব ও বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য পিনাকীরঞ্জন দাস , কালীপদ শীট, হিমাংশু পণ্ডা, নাচিন্দা এরিয়া কমিটির সম্পাদক আশিস পণ্ডা,প্রতাপ দাস।
এদিন নীলপুর এরিয়া কমিটির বলাগেড়িয়াতে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন এরিয়া কমিটির সম্পাদক কেশব পতি।
কাশ্মীরের পেহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার প্রতিবাদে, কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা ও প্রশাসনিক ব্যর্থতাকে ধিক্কার জানিয়ে মিছিল সংঘটিত হয় কাঁথি দেশপ্রান ব্লকের মুকুন্দপুর বাজারে সিপিআই(এম) দেশপ্রাণ উত্তর ও দক্ষিণ এরিয়া কমিটির উদ্যোগে ধিক্কার মিছিলে নেতৃত্ব দেন সিপিআই(এম) পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সদস্য সনজিত রঞ্জন দাস, কানাইলাল হাজরা ,দেশপ্রাণ দক্ষিণ এরিয়া কমিটির সম্পাদক তাপস মিশ্র, সেলিম ইউসুফ, কৌশিক রায়,দেশপ্রাশন উত্তর এরিয়া কমিটির সম্পাদক সুতনু মাইতি।





