Select Language

[gtranslate]
১২ই পৌষ, ১৪৩১ শুক্রবার ( ২৭শে ডিসেম্বর, ২০২৪ )

।। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন অসুস্থ ছাত্রী ।।

প্রদীপ কুমার সিংহ :- মাধ্যমিক পরীক্ষা তৃতীয় দিনে ভূগোল পরীক্ষা চলাকালীন এক ছাত্রী অসুস্থ হয়ে পড়ায় তাকে সঙ্গে সঙ্গে হাসপাতলে নিয়ে আসা হয়। অসুস্থ ছাত্রীর নাম সঙ্গীতা মন্ডল ,বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবার লাইনে দেউলাতে।


ছাত্রীর বাবা সাংবাদিকদের জানান ওই পরীক্ষার্থী বারুইপুর থানার অন্তর্গত বারুইপুর জোড়া মন্দিরের পাশে পুরন্দরপুর হাই স্কুলের ছাত্রী ।এবছর মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছে গোবিন্দপুর জ্ঞানদা দেবী হাইস্কুলে। পরীক্ষা চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পরে সংগীতা। তাকে তড়িঘড়ি মধ্যশিক্ষা পরিষদের আধিকারিক ও প্রশাসনের পক্ষ থেকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়।

সঙ্গে সঙ্গে চিকিৎসকরা তার শ্বাসকষ্ট দেখে অক্সিজেন দেয় এবং চিকিৎসা আরম্ভ করে। সঙ্গীতার বাবা ডাক্তারকে বলেন দুদিন আগে কানে যন্ত্রণায় ডাক্তার দেখিয়েছিলেন সেই কানে যন্ত্রণা আজও হচ্ছিল।

বারুইপুর হাসপাতালে চারজনে চিকিৎসকের একটি দল সঙ্গীতাকে চিকিৎসা করে।প্রায় আধঘন্টা চিকিৎসা চলে।হাসপাতাল সূত্রে খবর কিছুটা অসুস্থ বোধকে কাটিয়ে ওই ছাত্রী আবার বারুইপুর মহাকুমা হাসপাতালে কঠোর নিরাপত্তায় একটি আলাদা ঘরে পরীক্ষা দেওয়া আরম্ভ করে। পরীক্ষা দিয়ে বেরোনোর সময় সঙ্গীতা বলে মোটামুটি পরীক্ষা হয়েছে।

Related News

Also Read