খেজুরীর মোহাটী বিবেকানন্দ পল্লীসেবা সংঘের উদ্যোগে চারদিন ব্যাপী কৃষি প্রদর্শনী, স্বাস্থ্য শিবির, সাংস্কৃতিক প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপ্তি দিবসের বৈকালিক অনুষ্ঠানটি ছিল এলাকার কবি সাহিত্যিকদের নিয়ে সাহিত্যবাসর৷
সাহিত্যবাসরে সভাপতিত্ব করেন বিশিষ্ট ছড়াকার রবীন্দ্রনাথ দাস অধিকারী।ছিলেন প্রধান অতিথি প্রাক্তন বিধায়ক তথা খেজুরী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ কৃষি বিজ্ঞানী ড. রামচন্দ্র মন্ডল, জেলা পরিষদ সদস্য বিমানকুমার নায়ক, কবি অজিতকুমার জানা, ড. বিষ্ণুপদ জানা, সমরেশ সুবোধ পড়িয়া, বৃন্দাবন দাস অধিকারী, কৃষকরত্ন জলধর নায়ক, ভূপাল কুমার মাইতি, গোকুল ভূঞ্যা, শিবাণী পাঁজা, অনিলকুমার সাহু, দেবাশীষ গীর গোস্বামী, কার্তিক চন্দ্র জানা, কালিপদ মাইতি, চিন্ময় পাত্র, সুভাষচন্দ্র ঘোড়ই, মহামায়া গোল, দীপক ঘোড়ই, ভাগ্যধর ঘোড়ই প্রমুখ গুণী ব্যক্তিবর্গ৷
বক্তব্য, সঙ্গীত, আবৃত্তি, স্বরচিত কবিতা পাঠ ও আলোচনায় রামকৃষ্ণ পরমহংসদেব, শ্রী শ্রী সারদামা, স্বামী বিবেকানন্দ এবং স্বাধীনতার পঁচাত্তরতম বর্ষপূর্তিতে শতবর্ষে অগ্নিযুগের অগ্নিকন্যা আভা মাইতি শীর্ষক আলোচনায় সকলে অংশগ্রহণ করেন৷ ছাত্রছাত্রীদের স্বরচিত কবিতাপাঠে অংশগ্রহণও খুবই তাৎপর্যপূর্ণ ও প্রশংসা অর্জন করেছে৷
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অসিতকুমার মাইতি ও সমরেশ সুবোধ পড়িয়া৷ সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সংঘের সম্পাদক গোবিন্দপ্রসাদ দাস ৷
