কেকা মিত্র:- শনিবার সন্ধ্যায় কলকাতার রাজারহাটের অর্কিড হাউসে অনুষ্ঠিত হলো অনুরণন, সাহিত্যের কাগজ আয়োজিত সঙ্গীতানুষ্ঠান, বই প্রকাশ, সাহিত্য আলোচনা ও কবিতাপাঠ।
দশ বছর পূর্ণ করলো “অনুরণন” পত্রিকাটি। অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী সঙ্গীত “ও আমার দেশের মাটি ” পরিবেশন করেন পাপড়ি গুহঠাকুরতা রায়, পৌলোমী চ্যাটার্জী , শেলী ভট্টাচার্য্য ও রত্না পালিত । এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রনজিৎ কুমার মন্ডল (শিক্ষক ও সমাজকর্মী), অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক আইভি চট্টোপাধ্যায়, কবি ও প্রাবন্ধিক মৌলিনাথ বিশ্বাস এবং বাংলাদেশের কবি, কথাসাহিত্যিক ও অনুরণন সম্পাদক, রেজা নুর।
অতিথিদের বরণের পর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন অনুরণনের কলকাতার প্রতিনিধি, বিশিষ্ট লেখক ও সাংবাদিক স্বপ্না গুহঠাকুরতা এবং সকল অতিথিবৃন্দ। প্রকাশিত হয় কবি রেজা নুর -এর চারটি বই। রণন প্রকাশ থেকে প্রকাশিত হলো রেজা নুরের উপন্যাস “চেনা আগুন”, কবিতার বই “আদমের আগের পৃথিবী”। এছাড়া প্রকাশিত হলো, কবি জব্বার আল নাঈম সম্পাদিত সাহিত্য পত্রিকা “চতুরঙ্গ” “একজন রেজা নুর চন্দন বনের ঐশ্বর্য”
(রেজা নুরের সাহিত্যকর্মের মূল্যায়নধর্মী সংকলন) এবং রেজা নুর সম্পাদিত সাহিত্যের কাগজ, “অনুরণন” দশম সংখ্যা।
এই বইগুলোর আবরণ উন্মোচনের পর অনুরণন ও বর্তমান সময়ে সাহিত্য চর্চা নিয়ে বক্তব্য রাখেন সাহিত্যিক আইভি চট্টোপাধ্যায়, মৌলিনাথ বিশ্বাস, জয় নারায়ণ সরকার, অমর নন্দী, রেজা নুর এবং সভাপতি রঞ্জিত কুমার মন্ডল। অনুষ্ঠানে কবিতা পাঠ করেন শিউলী নন্দী, এণাক্ষী সিনহা রায়, দিশা চট্টোপাধ্যায় ও সঞ্জয় চট্টোপাধ্যায়। সবশেষে রবীন্দ্রসঙ্গীত “আমার মুক্তি আলোয় আলোয়” পরিবেশন করেন পাপড়ি গুহঠাকুরতা রায়, রত্না পালিত, শেলী ভট্টাচার্য্যে এবং পৌলমী চট্টোপাধ্যায়।সমগ্র অনুষ্ঠানটি এক কথায় অনবদ্য হয়ে উঠেছিলো। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অভিনেতা ও নাট্যকার সঞ্জয় চট্টোপাধ্যায়।
