Select Language

[gtranslate]
২রা জ্যৈষ্ঠ, ১৪৩২ শুক্রবার ( ১৬ই মে, ২০২৫ )

কাঁথি রূপশ্রী বাইপাস গুমটি- হকার্স ইউনিয়নের খুঁটি পূজা।

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পৌরসভার ৮নং ওয়ার্ডের রূপশ্রী বাইপাসে আই. এন. টি. টি. ইউ. সি. পরিচালিত কাঁথি রূপশ্রী বাইপাস গুমটি- হকার্স ইউনিয়নের শ্যামা মায়ের পূজা উপলক্ষ্যে খুঁটি পূজা হয়।

এই খুঁটি পূজার সূচনা করেন ওয়ার্ড কাউন্সিলর তথা ইউনিয়নের সভাপতি প্রধান শিক্ষক ডঃ নিরঞ্জন মান্না।

উপস্থিত ছিলেন ইউনিয়নের সহ সভাপতি সঞ্জয় মাইতি, সম্পাদক সেক মুজিবর রহমান, কোষাধ্যক্ষ মানিক আচার্য, হিসাবরক্ষক ভগীরথ মাইতি সহ ইউনিয়নের সকল সদস্য -সদস্যা গণ।

এই খুঁটি পূজা উপলক্ষ্যে ইউনিয়নের সকল সদস্য -সদস্যা গণের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।

Related News

17:21