কেকা মিত্র
গোবরডাঙ্গা ভট্টাচার্য পাড়ার পুরনো পোস্ট অফিস মোড়ে প্রতিবারের ন্যায় এবারও নাবিক নাট্যম আয়োজন করেছিল রাখি বন্ধন উৎসবের। উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন সংস্কৃতি প্রেমী মানুষ , সাহিত্যিক, কবি, নাট্যকার, অভিনেতা-অভিনেত্রী এবং নাবিক নাট্যমের সকল সদস্য- সদস্যা বৃন্দ।

বিভিন্ন স্বাদের অনুষ্ঠান দিয়ে সম্পন্ন হয় এই উৎসব। দলের সম্পাদক অনিল কুমার মুখার্জি জানান পথ চলতি সকল মানুষদের সম্প্রীতি ও মৈত্রীর বন্ধনে আবদ্ধ করতে এই অনুষ্ঠান তারা আয়োজন করেছে। প্রায় পাঁচশ জন মানুষকে রাখি পরিয়ে তাদের সম্প্রীতির বার্তা পৌঁছে দেওয়া হয়। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন দলের সভাপতি শ্রাবণী সাহা, নাবিক নাট্যমের প্রতিষ্ঠাতা প্রদীপ কুমার সাহা।

সৌরজ্যতি অধিকারী সুন্দর গান পরিবেশন করেন এবং দলের সদস্য সদস্যরা কবিতা আবৃত্তি করেন। সব মিলিয়ে রাখি বন্ধনের এই সকাল হয়ে উঠেছিল বেশ মনোরম। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন অভিনেতা অবিন দত্ত।





