Select Language

[gtranslate]
১২ই পৌষ, ১৪৩১ শুক্রবার ( ২৭শে ডিসেম্বর, ২০২৪ )

।। শুভেন্দুর জলাতংক হয়েছে,ডাক্তার দেখাক শিশির বাবুঃসুফিয়ান ।।

পাগলের প্রলাপ বকছে বিজেপি সহ বিরোধীরা।আর ওদের মধ্যমণি শুভেন্দু অধিকারীর জলাতংক রোগ হয়েছে।শিশির বাবুর উচিৎ ভালো চিকিৎস্যকের কাছে ছেলেকে নিয়ে যাওয়া।শনিবার এই ভাষাতেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমন করলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি তথা নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ান।


কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি পক্ষপাতদুষ্ট। এই অভিযোগ তুলে রাজ্যের অন্যান্য প্রান্তের সাথে তমলুক সাংগঠনিক জেলার উদ্যোগে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সেই সভার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমন করেন সুফিয়ান।

সুফিয়ান বলেন, শুভেন্দু অধিকারীর মাথা খারাপ হয়ে গিয়েছে। জলাতঙ্ক রোগ হয়েছে। ওর বাবা শিশির অধিকারীকে বলব ওকে ডাক্তার দেখান। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিকেও আক্রমণ করে বলেন, ৭০টা আসন নিয়ে বিজেপি পশ্চিমবঙ্গ দখল করবে বলছে স্বপ্ন দেখছে।আর ওদিকে বিহার তো বগলদাবা দিয়ে পালিয়ে গেল। বিহারের মতো ওদের থেকে সব পালিয়ে যাবে। সুফিয়ানের দাবি দেশের মানুষ ঘুরে দাঁড়াচ্ছেন। স্বাধীনতা ফিরে পেতে শ্রীলঙ্কার মতো এ দেশের মানুষও গর্জে উঠবেন। মানুষের গণতন্ত্র, অধিকার সব কেড়ে নিয়েছে বিজেপি। জিনিসপত্রের মূল্যবৃদ্ধি, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি, বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে। স্বাভাবিকভাবে ওদের মুখে কুৎসা মানায় না। ওরা পাগলের প্রলাপ বকছে।

Related News

Also Read