শনিবার শহীদ মাতঙ্গিনী ব্লকের কাঁকটিয়ার অন্তর্গত যশোমন্তপুর শীতলা স্পোর্টিং ক্লাবের পরিচালনায় হয়ে গেল বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। সহযোগিতায় ছিল অল ইন্ডিয়া উড়ান ফাউন্ডেশন। চৈতন্যপুর বিবেকানন্দ মিশন নেত্র নিরাময় নিকেতনের ডাক্তারবাবু এবং সহযোগী দল উপস্থিত ছিলেন।উপস্থিত ছিলেন শীতলা স্পোর্টিং ক্লাবের সম্পাদক নির্মলেন্দু পাল এছাড়াও ছিলেন অল ইন্ডিয়া উড়ান ফাউন্ডেশনের চেয়ারম্যান কমলিকা দাস মাইতি, এবং ছিলেন ২ সংস্থার সমস্ত সদস্যরা।
এদিন প্রায় ২০০ মানুষ বিনামূল্যে চক্ষু পরীক্ষা করান এই কর্মসূচীতে।এদিন প্রত্যেকের চশমা, ঔষধ বিনামূল্যে তুলে দেওয়া হয় অল ইন্ডিয়া উড়ান ফাউন্ডেশনের পক্ষ থেকে ।আগামীকাল বিনামূল্যে ছানী অপারেশনের ব্যবস্থা করা হয়েছে ।আগামী দিনেও এই ধরনের কাজ করা হবে বলে জানানো হয়েছে।


Post Views: 71





