Select Language

[gtranslate]
২৯শে কার্তিক, ১৪৩২ শুক্রবার ( ১৪ই নভেম্বর, ২০২৫ )

অস্ত্র সহ অস্ত্র বিক্রেতা গ্রেফতার। 

 প্রদীপ কুমার সিংহ

 অস্ত্র বিক্রি করতে যাওযার পথে বারুইপুর থানার পুলিশের হাতে গ্রেফতার অস্ত্র ঘটনাটি ঘটেছে শনিবার রাতে বারুইপুরের বেতবেড়িয়া থেকে তাকে ধরা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম মহম্মদ জাহাঙ্গীর। বাড়ি মল্লিকপুর তবে মৃত ব্যক্তি বেশিরভাগ সময় থাকে পার্ক সার্কাসে।

এর কাছ থেকে পাওয়া গিয়েছে একটি ওয়ান শাটার পাইপগান ও ২টি আজা কার্টুজ। বন্দুক ৬-৭ হাজার টাকায় বিক্রি করার কথা ছিল এই দুষ্কৃতীর। ট্রেনে করে বেতবেড়িয়ায় আসে সে। কী করে রেল পুলিশের নিরাপত্তা এড়িয়ে ট্রেনে চেপে বন্দুক নিয়ে এল তা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ সূত্রে খবর, এর আগেও বারুইপুর থানায় ডাকাতি ছিনতাই কেসে অভিযুক্ত ধরা পড়েছিল।

কার কাছে এই দুষ্কৃতী অস্ত্র বিক্রি করতে যাচ্ছিল তা পুলিশ খতিয়ে দেখছে। তার খোঁজেও তল্লাশি চালাচ্ছে পুলিশ।রবিবার বারুইপুর থানার পক্ষ থেকে ধৃত ব্যক্তিকে বারুইপুর মহকুমা আদালতের তোলা হয় এবং নিজেদের হেফাজতে নেয়ার জন্য মহামান্য আদালতের কাছে আবেদন জানান।

Related News

Also Read