দীপাবলীর পূর্বে শনিবার বীরবন্দর বাজারে দূষণ রোধে সচেতনামূলক প্রচার কর্মসূচী হল। খেজুরির স্বেচ্ছাসেবী সংস্থা অভিন্ন-র উদ্যোগে সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হয়।
শনিবার সংস্থার তরফে বীরবন্দর বাজারে আসা মানুষজন ও দোকানদারদের পরিবেশ দূষণ রোধে সচেতন করা হয়। শব্দবাজি এবং বিভিন্ন রকম দূষণমূলক আতসবাজি, ডিজে বক্স থেকে সকলকে বিরত থাকার আবেদন জানানো হয়।
নিষিদ্ধ দূষণকারী বাজির ক্ষতিকর প্রভাব যাতে পরিবেশ ও অবলা পশু-পাখির ওপর না পড়ে তার জন্য সকলকে সচেতন করা হয়। আলোর উৎসবে সকলকে নিয়ে আনন্দ করার বার্তা, আনন্দ করতে গিয়ে পরিবেশ ও নিজেদের যাতে ক্ষতি না হয় সেজন্য সকলকে সচেতন হওয়ার আবেদন জানানো হয়।
সেই সাথে এলাকার মৃৎশিল্পীদের তৈরি মাটির প্রদীপ মোমবাতি কেনার আবেদন জানানো হয় মানুষজনকে।
সংস্থার তরফে বীরবন্দর বাজারে আসা পথ চলতি মানুষজন এবং দোকানদারদের পরিবেশ দূষণ এবং শব্দ দূষণ থেকে বিরত থাকার এই কর্মসূচিতে সামিল হয়েছিলেন অভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য উতপল সামন্ত, সৌমেন পাত্র, সচিন মহাপাত্র, সৌরেন্দ্র মহাপাত্র প্রমুখ।
সংস্থার সভাপতি ভীষ্মদেব দাশ, কোষাধ্যক্ষ প্রীতম মহাপাত্র, শুভ রায় বলেন আমরা পরিবেশ দূষণ রোধে এলাকার বাসিন্দাদের সচেতন করতে বাজারে উপস্থিত হয়েছি। আলোর উৎসবে সকলে আনন্দ করুক। আনন্দ উৎসবে সকলকে পরিবেশ ও অবলা পশু-পাখিদের কথা খেয়াল রাখার বার্তা দিতে আমরা বীরবন্দর বাজারে এই কর্মসূচী করি। বীরবন্দর বাজার কমিটির সদস্যরা এবং স্থানীয় সমাজসেবীরা আমাদের সহযোগিতা করেন।
স্থানীয় বাসিন্দা ও সমাজসেবী সত্যগোপাল পণ্ডা বলেন, অভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার এই উদ্যোগকে সাধুবাদ জানাই। সকলে এইভাবে উদ্যোগী হলে পরিবেশ ও সমাজ সুস্থ থাকবে।