পকেটমার করার সময় দুই চোরকে হাতেনাতে ধরে ফেলল এলাকাবাসী। তারপরেই চলে গণপিটুনি। অবশেষে পুলিশের হাতে তুলে দেওয়া হয় দুই চোরকে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে এগর থানার এগর ১ ব্লক কুদি বাজারে।
রবিবার সকাল দশটা নাগ বাজারে পকেট মার করছিল দুষ্কৃতীকারী দুই যুবক। এমন সময় এলাকার মানুষ হাতেনাতে ধরে ফেলে দুই চোরকে। গনপিটুনির পর এগরা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় দুই চোরকে। এই ঘটনা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।
Post Views: 15