ধর্ষণ ও খুনের চেষ্টায় গ্রেপ্তার এক বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েতের মির্জাপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে অভিযুক্ত ব্যক্তি মঙ্গলবার সন্ধ্যা ৭ টা নাগাদ নিজের ছোট ভাই এর স্ত্রীকে একা পেয়ে মুখে চাপা দিয়ে ধর্ষণের চেষ্টা করে। গৃহবধূ চিৎকার করলে বাড়ির অন্যান্য সদস্য ও প্রতিবেশীরা জানতে পেরে ধরা পড়ে যাওয়ার ভয়ে ওই মহিলার গলায় ফাঁস দিয়ে মারার চেষ্টা করে অভিযুক্ত ভাসুর। পরিস্থিতি বেগতিক দেখে চম্পট দেয় অভিযুক্ত।

পরিবারের লোকেরা অসুস্থ গৃহবধূকে উদ্ধার করে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। এগরা থানায় অভিযোগ জানায় পরিবারের লোকেরা।

মঙ্গলবার রাত্রে এগরা থানার এস আই সাহিদা খাতুনের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার ললাট এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে এগরা থানার পুলিশ। ধৃত ব্যক্তিকে আজ মহকুমা আদালতে তোলা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে এগরা থানার পুলিশ।





