খড়গপুর আইআইটিতে ছাত্র-মৃত্যুর ঘটনা ঘটছে হোস্টেল থেকে। ফের অস্বাভাবিক মৃত্যু এক পড়ুয়ার। রবিবার সকালে ঘর থেকে উদ্ধার হয় ঝুলন্ত দেহ। মৃত পড়ুয়ার নাম মহম্মদ আসিফ কামার। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। খড়্গপুর IIT-তে ৪ মাসের মধ্যে ৩ জন মেধাবী পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। সিভিল ইঞ্জিনিয়ারিং-র তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন মহম্মদ আসিফ কামার । আসিফ আইআইটি খড়্গপুরের মদন মোহন মালব্য হলের SDS ব্লকের ১৩৫ নম্বর রুমে থাকতেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
Post Views: 64





