Select Language

[gtranslate]
৩রা অগ্রহায়ণ, ১৪৩২ মঙ্গলবার ( ১৮ই নভেম্বর, ২০২৫ )

কাঁথিতে সমবায়ের প্রশিক্ষন শিবির

পূর্ব মেদিনীপুর ২ রেঞ্জের কন্টাই কো-অপারেটিভ ইউনিয়নের দু’দিনের কর্মশালা শিবির অনুষ্ঠিত হল সোমবার। এদিন কাঁথিতে ইউনিয়নের সভাগৃহে দু’দিনের প্রশিক্ষণ শিবিরের সূচনা করেন রাজ্য সমবায় দফতরের মুখ্য আধিকারিক সঙ্গীতা সাধু। তিনি জানিয়েছেন, সমবায়কে ডেভেলপমেন্টের জন্য, পূর্ব মেদিনীপুর যতটা ভেবেছে অন্য কোন জেলা তা ভাবেনি। তাই পূর্ব মেদিনীপুর অনেক উন্নত জায়গায় অবস্থান করছে।

সমবায় এমন একটা জায়গা যেখানে সাধারণ মানুষ উন্নয়ন করতে পারবে। পঞ্চায়েত থেকে শুরু করে রাজ্য সরকার যেভাবে উন্নয়ন করে। তিমি আরও জানিয়েছেন, সমবায় উন্নতির পথ দেখায়। কম সুদে মানুষকে টাকা প্রদান করে। এর সুবিধা পায় সমস্ত ধরনের মানুষ। মানুষকে আর্থিকভাবে সাহায্য করার জন্য সমবায় সবসময় এগিয়ে থাকে। এবং তারই পরিপ্রেক্ষিতে স্মার্ট বোর্ডের দ্বারা আমরা আজকে তা উদ্বোধন করলাম। এর দ্বারা ট্রেনিং দেওয়া হবে স্টাফদের, ফলে সমবায়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা একটা স্টেপ নিলাম।

এদিনের শিবিরে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি হরিসাধন দাস অধিকারী, বিদ্যাসাগর ব্যাঙ্কের ডাইরেক্টর দীনেশ প্রধান, গোলোকেশ নন্দ গোস্বামী, ইরসাদ আলি ও কেশবকৃষ্ণ দাস প্রমুখ। এদিনের শিবিরে শতাধিক কর্মচারী অংশগ্রহণ করেন।

Related News

Also Read