Select Language

[gtranslate]
২২শে কার্তিক, ১৪৩২ শুক্রবার ( ৭ই নভেম্বর, ২০২৫ )

তাজপুরে ডুবে যাওয়া পর্যটকের মৃতদেহ মান্দারমনিতে উদ্ধার

রবিবার সকালে মান্দারমনিতে উদ্ধার হল সমুদ্রে স্নানে নেমে তলিয়ে যাওয়া পর্যটকের মৃতদেহ।শনিবার তাজপুরে সমুদ্রস্নানে নেমে তলিয়ে গিয়েছিলো এই পর্যটক। মৃত পর্যটক যুবকের নাম সুবোধ বিশ্বাস( ৩২)। বাড়ি নিউ বারাকপুর।

 

প্রাকৃতিক দুর্যোগের কারনে গত কয়েক দিন ধরেই প্রশাসনের তরফে সমুদ্রে স্নানে না নামার জন্যে পর্যটকদের সর্তক করা হচ্ছে।সেই সতর্কতা উপেক্ষা করেই শনিবার সুবোধ বন্ধুদের সঙ্গে সমুদ্র স্নানে নামেন। বিকেল নাগাদ তলিয়ে যান। বিষয়টি স্থানীয় থানায় জানানো হয়। খোঁজাখুঁজি করার পরে খোঁজ পাওয়া যায়নি।

 

রবিবার সকাল সাড়ে নটা নাগাদ মন্দারমণি বীচে একটি দেহ সমুদ্রে ভাসতে দেখা যায়। পুলিশকে খবর দেওয়া হলে মন্দারমণি উপকূলীয় থানার পুলিশ দেহটি উদ্ধার করে। শনিবার তাজপুর থেকে তলিয়ে যাওয়া নিখোঁজ পর্যটক বলে শনাক্ত করে পুলিশ। মন্দারমণি উপকূলীয় থানার পুলিশ দেহটি ময়না তদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।

Related News

Also Read