ভোট আসে, ভোট যায়, কিন্তু বাস্তবের উন্নয়ন যেন অধরাই। প্রতিশ্রুতির বন্যা বইলেও ভগ্নপ্রায় ব্রীজে ঝুঁকি নিয়েই চলছে প্রতিদিনের জীবনযাত্রা। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ২ ব্লকের পালধুই গ্রাম পঞ্চায়েতের গণেশমোড়ে অবস্থিত ব্রীজটি গত কয়েক দশক ধরে ভয়াবহ অবস্থায় দাঁড়িয়ে আছে।

স্থানীয় মাধবপুর এলাকা ও আশপাশের প্রায় দশ-বারোটি গ্রামের মানুষ প্রতিদিন এই বেহাল ব্রীজের উপর দিয়েই রামনগর ও দেপালগামী পথে যাতায়াত করেন। স্কুলের ছাত্রছাত্রীরাও সাইকেল নিয়ে ঝুঁকি মাথায় নিয়েই পারাপার করছে প্রতিদিন। যে কোনো সময় বৃষ্টির জলে ভেঙে পড়তে পারে ব্রীজ— এমন আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
রামনগর ২ পঞ্চায়েত সমিতির সদস্য তথা বিরোধী দলনেতা মাধবেন্দ্র সাউয়ের অভিযোগ, “আমরা বহুবার ব্লক প্রশাসন, বিধায়ক ও জেলায় আবেদন জানিয়েছি। কিন্তু কোনও সুরাহা হয়নি। পালধুই গ্রাম পঞ্চায়েত এবার বিজেপি পরিচালিত বলেই উন্নয়ন থেকে আমাদের বঞ্চিত করা হচ্ছে।”

অন্যদিকে, পালধুই গ্রাম পঞ্চায়েতের প্রধান সাম্পি বেজ বলেন, “সত্যিই ব্রীজের অবস্থা অত্যন্ত খারাপ। আমরা চাই এই ব্রীজটি দ্রুত মেরামত হোক। বিডিওর সঙ্গে কথা বলে খুব শিগগিরই কাজ শুরু করার চেষ্টা চলছে।”
তবে ঠিক কবে এই ভগ্নপ্রায় ব্রীজের সংস্কার হবে— তা নিয়েই প্রহর গুনছেন স্থানীয় মানুষজন। ভয় আর অনিশ্চয়তার মধ্যেই চলছে প্রতিদিনের ঝুঁকিপূর্ণ যাত্রা।





