স্বাধীনতা সংগ্রামী গৌরহরি সোমের আবক্ষ মূর্তি উন্মোচিত হল। শুক্রবার অল ইন্ডিয়া লিগাল এইড ফোরামের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় হুগলির রায় বাজারে।
সেখানে এই স্বাধীনতা সংগ্রামীকে সম্মান জানাতে উপস্থিত হয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কল্যান জ্যোতি সেনগুপ্ত, অল ইন্ডিয়া বার অ্যাসোসিয়েশনের সভাপতি অদ্রিস আগারওয়াল, প্রাক্তন মন্ত্রী তথা বর্তমানে আদি সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, চুঁচুড়া পৌর প্রধান অমিত রায়-সহ বহু বিশিষ্ট মানুষ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট আইনজীবী তথা গৌরহরি সোমের দৌহিত্র জয়দীপ মুখোপাধ্যায়।
মূর্তি উদ্বোধনের পর জয়দীপ বলেন, “আমরা স্বাধীনতার ৭৫ বছরে দাঁড়িয়ে আছি। এই সময়তেই প্রকৃত স্বাধীনতা সংগ্রামীদের সম্মান জানিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। কারণ ইতিহাসকে সম্মান না জানিয়ে আমরা ভবিষ্যৎ বর্তমান কোনওটাই করতে পারবো না।”

তিনি আরও বলেন, “হুগলিতে বহু বীর সন্তানরা দেশের স্বাধীনতার জন্য নিজেদের প্রাণ নিবেদন করেছেন। নিজেদের জীবনের বহু মূল্যবান সময় কাটিয়েছেন কারাগারে। তাঁদেরই একজন গৌরহরি সোমের মূর্তি স্থাপন করে তাঁকে আমরা কৃতজ্ঞতা জানালাম।”
প্রসঙ্গত, গৌরহরি ছিলেন সেই সময়কার একজন প্রতিষ্ঠিত আইনজীবী। কিন্তু মহাত্মা গান্ধীর ডাকে সাড়া দিয়ে নিজের পেশা ত্যাগ করে যোগ দিয়েছিলেন স্বাধীনতা সংগ্রামে। সেই সময় দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ও নেতাজি সুভাষচন্দ্র রায় ঘনিষ্ঠ হন।
১৯২১ ও ১৯৩০ সালে দু’দফায় কারাবরণ করেছিলেন তিনি। ১৯৩৭ সালে তৎকালীন তৎকাল ব্যবস্থাপক সভা বা বিধানসভার সদস্য হন। ওই বছরের প্রয়াত হন তিনি। তাঁর হাত ধরেই রাজনীতিতে এসেছিলেন অতুল্য ঘোষ, প্রফুল্ল সেন ও বিজয় মোদকের মতো রাজনীতিকরা।
