Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

চাকুরী চুরীর ভাগ নিয়েছে মুখ্যমন্ত্রী:অভিজিৎ।

রাজ্যে ২০২০ সাল থেকে চাকুরী চুরী হচ্ছে। এর ভাগ নিয়েছে মুখ্যমন্ত্রী ।শনিবার তমলুকে জেলা শাসকের অফিসে নিজের মনোনয়ন পত্র জমা দিতে এসে এই অভিযোগ করেন বিজেপি প্রার্থী।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিজিৎ গাঙ্গুলী দাবিনকরেছেন তমলুকের হাসপাতাল মোড়ে চাকুরীহারা শিক্ষকদের ধর্ণা মঞ্চে কোন চাকুরীহারা নেই,সব ড্যামিরা বসে আছে।

কলকাতা হাইকোর্টের বিচারকের পদ ছেড়ে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হয়েছেন অভিজিৎ।

শনিবার তমলুক জেলা শাসক দফতরে মনোনয়ন দাখিল করেন অভিজিৎ।তার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ধর্না মঞ্চে বসা আন্দোলনকারীরা প্রকৃত চাকুরীহারা শিক্ষক নয় বলে দাবি করলেন অভিজিৎ।

বলেন ওটা তৃনমূলের চক্রান্ত। সব সাজানো।অভিজিৎ গাঙ্গুলী বলেন তৃনমূল সবাইকে সাজিয়ে বসিয়ে দিয়েছে।রোল নম্বর নিলেই সব ধরা পড়ে যাবে।

একই সাথে অভিজিৎ গাঙ্গুলী দাবী করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব জানতেন।সেও চুরির মধ্যে আছে।খুব তাড়াতাড়ি ধরাও পড়ে যাবে।

Related News