পূর্ব মেদিনীপুর জেলার রামনগর এলাকার অন্তর্গত শোনপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ব্যাঙ্কিং পরিষেবা শুরু হল। এলাকাবাসীর অর্থনৈতিক পরিষেবা দেওয়ার জন্য ব্যাংকিং পরিষেবা চালু হলো বলে সমিতি কর্তৃপক্ষ জানিয়েছেন।

ফিতা কেটে মঙ্গল দীপ জ্বেলে শুভ উদ্বোধন করলেন বলাগেড়িয়া সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের সভাপতি সুপ্রকাশ গিরি। উপস্থিত থেকে সকল গ্রাহকদের শুভেচ্ছা বিনিময় করলেন ও সমবায় ব্যবস্থার ওপর মানুষের আস্থা ভরসা বিশ্বাস যেনো অটুট থাকে তার জন্য সমবায় সমিতির কর্তৃপক্ষকে কে প্রয়োজনীয় নির্দেশ দিলেন বলাগেড়িয়া ব্যাঙ্কের চেয়ারম্যান সুপ্রকাশ বাবু।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার, খাদ্য কর্মাধ্যক্ষ জহিরুল ইসলাম সহ সমিতির পরিচালন মন্ডলীর সভাপতি সম্পাদক ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
Post Views: 6





