স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে রবিবার হেঁড়িয়াতে নেতাজী সুভাষ কম্পিউটার সাক্ষরতা মিশন-এর উদ্যোগে ও কাঁথি ব্লাড ব্যাংক-এর সহযোগিতায় রক্তদান, সমাজকর্মীদের সম্মান প্রদান ও বৃক্ষদান অনুষ্ঠান হলো৷
এই অনুষ্ঠানে সভাপতির আসন অলংকৃত করেন প্রাবন্ধিক স্বপন কুমার মন্ডল৷ উপস্থিত ছিলেন গল্পকার অঞ্জন কুমার দাস, নাট্যকার ধীরেন্দ্রনাথ প্রধান, কবি সমরেশ সুবোধ পড়িয়া, কবি জয়দেব মাইতি, ডাঃ স্বর্ণালী পাল প্রমুখ গুণী ব্যক্তিবর্গ৷
অতিথিবৃন্দ সকলে রক্তদাতাদের ও ব্রিটিশ অত্যাচারী শাসকের হাত থেকে কত শহীদের আত্মবলিদান এর ফলে আজকের এই স্বাধীনতালাভ বিষয়ে মূল্যবান বক্তব্যদানে স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন৷
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি জয়দেব মাইতি এবং তাঁকে সহযোগিতা করেন সন্তু মাইতি৷
উদ্যোক্তা সংস্থার কর্ণধার গোবিন্দপ্রসাদ দাস স্বাধীনতা সংগ্রামীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে রক্তদাতা, দলিত সমাজকর্মী এবং উৎসাহদাতাদের সহযোগিতায় অনুষ্ঠানের সাফল্যলাভে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন৷