Select Language

[gtranslate]
৩০শে পৌষ, ১৪৩১ মঙ্গলবার ( ১৪ই জানুয়ারি, ২০২৫ )

৭ লাখ পিস ইয়াবা আটক করলো উপকূল রক্ষী বাহিনী ।

বাংলাদেশের কক্সবাজারের টেকনাফের উপকূলীয় এলাকায় অভিযান চালিয়ে ৭ লাখ পিস ইয়াবা আটক করেছে কোস্টগার্ড। তবে কোন অভিযুক্তকে আটক করতে পারেনি।

বুধবার দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য দেন। তিনি জানান, গোপনে খবর পেয়ে ভোরে মেরিন ড্রাইভের কাছে মিঠাপানির ছড়া ঘাট বিশেষ অভিযান চালান তারা। এ সময় একটি ফিশিং বোট সমুদ্র থেকে মিঠাপানির ছড়া ঘাটে ভিড়ে এবং ৪টি বস্তা ও ৪ জনকে নামিয়ে দিয়ে চলে যায়। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে থামার সংকেত দেয় কোস্টগার্ড। এসময় তারা বস্তা ফেলে ঝাউবনে পালিয়ে যায়।পরে বস্তাগুলো তল্লাশি চালিয়ে ৭ লাখ পিস ইয়াবা জব্দ করা হয়।

Related News

Also Read