Select Language

[gtranslate]
৩রা অগ্রহায়ণ, ১৪৩২ মঙ্গলবার ( ১৮ই নভেম্বর, ২০২৫ )

কাঁথির বয়স্ক বাসিন্দাদের ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ

লায়ন্স ক্লাব অফ কন্টাইয়ের পক্ষ থেকে কাঁথির সমস্ত সিনিয়র সিটিজেনদের অতি অল্প মূল্যে নিউমোনিয়ার এবং ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু এর ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ নেওয়া হল।

লায়ন্স ক্লাব অব কন্টাই ভ্যাকসিনেশন কমিটির চেয়ারপারসন ডাঃ নন্দিতা পট্টনায়ক জানালেন এই বিষয়ে সরাসরি ফাইজার এবং এ্যাবট কোম্পানির সঙ্গে কথাবার্তা চলছে।তাঁরা বাজার চলতি মূল্যের থেকে অনেক কম দামে লায়ন্স ক্লাব অফ কন্টাইকে এই ভ্যাকসিন গুলি দেওয়ার চেষ্টা করছেন । সংবাদপত্রে এই সংবাদ প্রকাশিত হওয়ার পর থেকে শুধু সিনিয়র সিটিজেনরা নন অল্প বয়সী মানুষরাও এই ভ্যাকসিন দুটি নেওয়ার জন্য প্রচন্ড আগ্রহ প্রকাশ করছেন। এবং তাদেরও এই মূল্যে ভ্যাকসিন দিতে হবে এই দাবি জানাচ্ছেন। কাঁথির অনেক চিকিৎসক তাঁদের রোগীদের জন্য এই ভ্যাকসিন দুটি সুলভ মূল্যে দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

 

ডাঃ নন্দিতা পট্টনায়ক জানিয়েছেন বিষয়টি এখনো আলোচনাস্তরে রয়েছে, ভ্যাকসিন কোম্পানি থেকে প্রতিনিধিরা আসছেন ভ্যাকসিনেশন সেন্টারের যথাযথ সুরক্ষা ব্যবস্থা, চিকিৎসক এবং ভ্যাকসিনেটারদের(যারা ভ্যাকসিন দেবেন) যথাযথ ট্রেনিং এবং বিশেষ করে কোল্ড চেন পয়েন্ট (সংরক্ষণ ব্যবস্থা) এর ব্যবস্থা ইত্যাদি সরেজমিনে দেখতে । তারপরে লায়ন্স ক্লাব অফ কন্টাই এর বোর্ড অফ ডিরেক্টর রা আলোচনা করে কবে থেকে ক্যাম্প শুরু করা হবে এবং কত দামে সাধারণ মানুষকে দেয়া যাবে তা স্থির করবেন। এর ফলে এই ব্যাধিমুক্ত সমাজ গড়া অতি সহজ হবে।

Related News

Also Read