” বন্দেমাতরম” সংগীতের সার্ধশতবর্ষ পুর্তি অনুষ্ঠানে লোকসভায় বরেণ্য “বন্দেমাতরম” সংগীত স্রষ্টা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কে অপমানিত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
অভিযোগ আজ সোমবার লোকসভাতে “বন্দেমাতরম “সংগীতের সার্ধশতবর্ষ পুর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বঙ্কিমচন্দ্র দা বলে অভিহিত করেছেন।যদিও পরবর্তীকালে তিনি বঙ্কিম বাবু বলে সম্বোধন করেন। এরই প্রতিবাদে সরব হল কাঁথি শহরের ৫,৬,ও ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দাগণ।
সোমবার সন্ধ্যায় কাঁথি শহরের বন্দেমাতরম পার্কে বরেণ্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করে এই প্রতিবাদে সামিল হন ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবাশীষ পাহাড়ি। তিনি বলেন বিজেপি নেতৃত্বরা বাংলাটাই বুঝেন না বলে একাধিক উদাহরণ তুলে ধরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কে অপমানিত করার তীব্র প্রতিবাদ জানান।বাংলাকে অপমানিত করার তীব্র প্রতিবাদে সামিল হোন তিনটি ওয়ার্ডের বাসিন্দা গন।





