Select Language

[gtranslate]
২৯শে কার্তিক, ১৪৩২ শুক্রবার ( ১৪ই নভেম্বর, ২০২৫ )

লক্ষ্মীর ভান্ডারের আবেদন খুব কম পড়েছে

প্রদীপ কুমার সিংহ

 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের প্রকল্প লক্ষ্মীর ভান্ডার যত দিন যাচ্ছে তত মহিলাদের এই অ্যাকাউন্ট সংখ্যা বেড়েছে! ফলে দুয়ারের সরকারের মহিলাদের লক্ষীর ভান্ডার এর প্রকল্পের আবেদন অনেকটাই কম এখন! একসময় এই লক্ষ্মীর ভান্ডারে প্রকল্পের আবেদন খুব কম ছিল তারপর মানুষ অনেক বোঝাতে বহু মহিলা লোকির ভান্ডারের টাকা এখন পাচ্ছে।

এবারে আমার পাড়ার আমাদের পাড়ার আমাদের সমাধান প্রকল্পে । দুয়ারে সরকার একসঙ্গেই শিবির হচ্ছে। সেখানে মোটামুটি ভাবে বসে যাচ্ছে যে ২৫ বছর ওপর মহিলারা এখনো আবেদন করছে লক্ষীর ভান্ডার এর জন্য। এমনই চিত্র দেখা গেল মদারাট গ্রাম পঞ্চায়েতের ফুলতলার পিয়ালী টাউনে এলাকায় ১০৩,১০৪, ১০৫ নম্বর বুথে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির হয়। দুয়ারে সরকার প্রকল্পের শিবির হয় সেই শিবিরেই। গ্রাম পঞ্চায়েতে এক সদস্যা মিতা দেবী বলেন তার এলাকার মহিলারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জন্য সবাই আবেদন করেছে এবং পাচ্ছে। যারা ২৫ বছর ওপর বয়স হয়েছে এবারে তাদের এই নতুন ভাবে আবেদন করছে। তাই এই শিবিরে শনিবার ছয় থেকে সাতটা লক্ষী ভান্ডারে আবেদন জমা পড়েছে। পাশাপাশি স্বাস্থ্য সাথী কার্ডের জন্য ছটি জমা পড়েছে। শনিবার আমাদের পাড়া আমাদের সমাধান শিবির হচ্ছে বারুইপুর মদারাট গ্রাম পঞ্চায়েতে ১০৩ না ১০৪ ১০৫ বুথে বালিপুর ফুলতলা পিয়ালী টাউন এলাকায় এক নম্বর গেটে পাশে। উপস্থিত ছিলেন বারুইপুরের বিডিও সৌরভ মাঝি দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের মৎস্য ও প্রাণী দপ্তরের কর্মদক্ষ জয়ন্ত ভদ্র,বারুইপুর মুদারাট গ্রাম পঞ্চায়েত প্রধান রক্ষিত নস্কর সহ গ্রাম পঞ্চায়েতে একাধিক সদস্য ও সদস্য এবং এলাকার সাধারণ মানুষ। সৌরভ মাঝি বলেন এই গ্রাম পঞ্চায়েতে এই শিবিরটি ৮ নম্বর শিবির। বেশ কিছু মানুষ তাদের এলাকায় সমস্যার কথা জানিয়েছে। প্রতিটি বুধের ১০ লক্ষ টাকা করে খরচ করার জন্য নির্দেশ আছে। বেশিরভাগ মানুষ এলাকার ড্রেন, রাস্তা, লাইট নিয়ে অভিযোগ করেছে। কিছুদিনের মধ্যে এই সমস্যার জন্য টেন্ডার ডাকা হবে। তারপরে কাজ শুরু হবে। তবে এই প্রকল্পগুলি হওয়াতে মানুষের অনেকটাই কাজ বা পরিষেবা পাচ্ছে।

Related News

Also Read