কেকা মিত্র
মাত্র আট বছর বয়সে তিনি মূকাভিনয় শুরু করেন সুমন মুখার্জী। বারো বছর বয়সে তিনি ভারতীও মুখাভিনয়ের জনক যোগেশ দত্তের কাছে নিওমিত মূখাভিনয় শিক্ষা শুরু করেন। ১৯৮৫ সালে যোগেশ মাইম অ্যাকাডেমি ৫ বছরের ডিপ্লোমা কোর্স শেষ করেন। ওই বয়স থেকেই তিনি সারা ভারতে তাঁর মূকাভিনয় অনুষ্ঠান করে বেরান। পরবর্তীকালে তিনি হাওড়া কলামঞ্জরী সংস্থা তৈরি করেন।
তিনি মূকাভিনেতা সুমন মুখার্জী।এখানে তিনি নিয়মিত মুকাভিনয় শেখান। ২০২৫ এ হাওড়া কলামঞ্জরী ৩৯ বছরে পদার্পণ করেছে।

গত ৩১ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় হাওড়ার রাম গোপাল মঞ্চে অনুষ্ঠিত হয়ে গেলো হাওড়া কলামঞ্জরীর মূখাভিনয় সন্ধ্যা। বিশেষ অতিথি ছিলেন যাত্রা অভিনেতা দেবাশিস সাহা। এইদিনের মূকাভিনয় অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলো ” বিষ “। পরিচালনায় ও অভিনয়ে ছিলেন মূকাভিনেতা সুমন মুখাজী। সারা পৃথিবীতেই আজ মানুষ নেশার বশবর্তী হয়ে নিজের স্বাস্থ্য, নিজের সংসার এবং সমাজকে কলুষিত করছে।

মদ্যপান, তামাক সেবন, ধূমপান, ড্রাগ শেবন প্রভৃতি বিষের মতো মানুষের জীবনে ছড়িয়ে পরছে। এই বিষ সেবণ বন্ধ হোক। বিষ মূকাভিনয় অনুষ্ঠান সেই বার্তাই বহন করছে। বিষ মূল অনুষ্ঠানের আগে মূকাভিনেতা সুমন মুখাজী কয়েকটি মূকাভিনয় পরিবেশন
করেন। নজর কাড়ে জাস্ট ফর ফান, ফাংশান , মিস এনাবেলা ,
ইটস মাই স্টাইল। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তন্ময় চক্রবর্তী , শিব প্রসাদ মুখার্জী , উজ্জ্বল চ্যাটার্জী, অভিষেক নাথ ও নিবেদিতা মুখার্জী।

শিশু শিল্পীদের মধ্যে অভিনয় করেছে হৃদম দলুই ও রক্তিম দলুই। এই মুকাভিনয় তে
আলো এবং পোশাক পরিকল্পনায় নজর কেড়েছেন রাজা পাত্র ও শ্যামল সরকার।
ঘোষণায় ছিলেন তুষার মিত্র।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন সুমন মুখার্জী।





