Select Language

[gtranslate]
৩০শে পৌষ, ১৪৩১ মঙ্গলবার ( ১৪ই জানুয়ারি, ২০২৫ )

প্রতাপদিঘি বিদ‍্যাসাগর মেলা কমিটির আয়োজনে ও প্রতাপদীঘি লায়ন্স ক্লাবের সহযোগিতায় রক্ত দান শিবির।

বুধবার সকাল ১১টায় পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নং ব্লকের প্রতাপদীঘি বিদ‍্যাসাগর মেলা কমিটির পরিচালনায় ও প্রতাপদীঘি লায়ন্স ক্লাবস এর সহযোগিতায় প্রতাপদিঘী বিদ‍্যাসাগর মেলা উপলক্ষে রক্ত দান শিবিরের আয়োজন করেন।এবছর ২৯ তম বর্ষে এই মেলা আজ অষ্টম দিন প্রতিবছর এই দিন টিতে মেলা কমিটির পক্ষ থেকে সাস্থ্য সচেতনতা ও রক্ত দান শিবেরর আয়োজন করা হয়।


এই শিবেরে ১২০ জন রক্ত দাতা রক্ত দান করেন। রক্ত সংগ্রহ করে কলকাতা কোঠারি ব্লাড বেঙ্ক। রক্ত দাতাদের ফুলের স্তবক দিয়ে স্বাগত জানান পটাশপুর ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন মাইতি । এছাড়া শিবিরে উপস্থিত ছিলেন মেলা কমিটির সভাপতি সুধাময় মহান্তি, মেলা কমিটির কোশাধ‍্যক্ষ বরুণ নন্দ গোস্বামি, ভোলানাথ দাস, উতপল বিকাশ দাস, সলিল রঞ্জন সাউ

Related News

Also Read