সোমবার কোলাঘাট ব্লকের সিদ্ধা হাইস্কুলে ছাত্রীদের নিয়ে ” বাল্য বিবাহ মুক্ত ভারত” সম্পর্কীত একটি সেমিনার অনুষ্ঠিত হলো।
স্কুলের অষ্টম থেকে দ্বাদশ শ্রেনীর ছাত্রীদের নিয়ে এই বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়।ভারত সরকারের শক্তি বাহিনীর উদ্যোগে এই সেমিনার।মূলত বাল্য বিবাহ বন্ধের জন্য্য ভারত সরকারের শক্তি বাহিনীর এই উদ্যোগ।
উপস্থিত ছিলেন সিদ্ধা হাইস্কুলের প্রধান শিক্ষক সুশান্ত কুমার ভৌমিক,শক্তিবাহিনীর জেলা আধিকারিক পিউ অধিকারী দাস,এছাড়াও ছিলেন রহমতুন্নেসা বিবি সহ একাধিক বিশিষ্টজনেরা।

Post Views: 24