Select Language

[gtranslate]
৩০শে পৌষ, ১৪৩১ মঙ্গলবার ( ১৪ই জানুয়ারি, ২০২৫ )

বাড়িতে গ্যাস সিলিন্ডার বাস্ট করে আগুন ।

প্রদীপ কুমার সিংহ:- এক পরিবার সকালে বাড়িতে ছিল তারপর দশটা সাড়ে দশটার সময় আত্মীয় বাড়িতে গিয়েছিলেন। হঠাৎ বাড়িতে আগুন লাগে দুপুরের দিকে কিছুক্ষণ পরগ্যাস সিলিন্ডার বাস্ট করে ঘরের সব পুড়ে যায় ও আশেপাশে বাড়ি তে ধোঁয়া ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানার অন্তর্গত নরেন্দ্রপুর জগদীপোতা এলাকায়। স্থানীয় বাসিন্দারা বলেন আজ দুপুর আড়াইটা নাগাদ আগুন লাগার ঘটনা ঘটে। টিনের চালার বাড়ি। বাড়িতে থাকত শম্ভু নস্কর তার স্ত্রী ও বাচ্ছা থাকত।

আজ সকালে আত্মীয়ের বাড়িতে যায়। দুপুরে আচমকা বিস্ফোরণ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ২টি ইঞ্জিন। আধঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ওই বাড়ির টিনের চাল বিস্ফোরণের ফলে উড়ে যায়।এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ায়। নরেন্দ্রপুর থানার খবর গেলে নরেন্দ্র পুর থানা পুলিশ এসে হঠাৎ কিভাবে আগুন লাগে তার তদন্ত শুরু করে।

Related News

Also Read