মেদিনীপুর কলেজ স্কোয়ারে রাস্তার ধারে থাকা একটি ফুটপাত দোকানে আজ দুপুরে শর্ট সার্কিট ঘটে। মূলত এই ফুটপাতে দোকানে পেটাই পরোটা বিক্রি করতো ।সকাল থেকে ব্যাবসা করার পর তারা দোকান বন্ধ করার সময় জিনিসপত্র পরিষ্কার করছিল সে সময় তাদের যন্ত্রপাতি থেকে কোন কারনে শর্ট সার্কিট ঘটে। তার জেরেই একে একে শর্ট-সার্কিটে আক্রান্ত হন দোকানী সহ ৩ ব্যাক্তি। এরপর তাদের এই অবস্থা দেখে স্থানীয়রা দৌড়ে আসেন।
স্থানীয়রাই আশঙ্কাজনক অবস্থায় তিন জনকে মেদিনীপুর মেডিকেল কলেজে নিয়ে এলে একজনের মৃত্যু হয় বলে চিকিৎসকরা জানিয়ে দেন। মৃত দোকানীর নাম আশিস সাউ (২৪),বাকি দুজন আশঙ্কা জনক অবস্থায় মেদিনীপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন। আর এই ঘটনাকে কেন্দ্র উত্তেজনা ছড়িয়ে পড়ে সংশ্লিষ্ট এলাকায়।
Post Views: 20