প্রদীপ কুমার সিংহ:
বারুইপুর: এক অজ্ঞাত পরিচয় বৃদ্ধকে উদ্ধার থেকে ঘিরে চাঞ্চল ছাড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত ধোপা গাছি মন্ডলপাড়ার বাঁশ বাগান এলাকায় বৃহস্পতিবার সকালে। পুলিশ সূত্রে খবর মন্ডলপাড়ার এক স্থানীয় বাসিন্দা বাঁশ বাগানের দিকে গিয়েছিলেন সেখানে ওই বৃদ্ধকে পড়ে থাকতে দেখতে পায়। সঙ্গে সঙ্গে পাড়ার অন্যান্য বাসিন্দাদের খবর দেয়। বাসিন্দারা ঘটনা স্থলে আসে এবং দেখে ওই বৃদ্ধের পড়ে আছে বাঁশ বাগানে। তারা সঙ্গে সঙ্গে বারুইপুর থানায় খবর দেয়। তবে ওই বৃদ্ধকে এলাকাবাসীর কারোর চেনা নয়। বাঁশ বাগানে মধ্যে এই বৃদ্ধ এলো কোথা থেকে এলাকাবাসী কেউ বলতে পারেনি। ওই বৃদ্ধকে কেউ চেনে না। বারুইপুর থানার পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে আসে এবং ওই বৃদ্ধকে উদ্ধার করে বারুইপুর মহাকুমা হাসপাতালে নিয়ে যায়। বারুইপুর হাসপাতালে চিকিৎসক ও বৃদ্ধ কে দেখে মৃত বলে ঘোষণা করে। পুলিশ ও চিকিৎসক মনে করছে ওই বৃদ্ধের আনুমানিক বয়স ৬০ থেকে ৬৫ বছর হবে। পুলিশ দেহটি ময়না তদন্তের জন্য পাঠায়।ওই বৃদ্ধ দেহ ওখানে কোথা থেকে এলো, কেউ মেরে ফেলে দিয়ে গেছে কিনা পুলিশ তদন্ত শুরু করেছে।