পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ পক্ষ থেকে পূর্ব মেদিনীপুর নবাগত জেলা শাসকে ইউনিশ ঋষি ইসমাইলকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত সম্মাননা ও বিদায়ী জেলাশাসক পূর্ণেন্দু মাজীকে স্মারক ও পুষ্পস্তব তুলে দিয়ে বিদায় সম্বর্ধনা জ্ঞাপন হয় বুধবার।

উপস্থিত ছিলেন সভাধিপতি উত্তম বারিক, সহ সভাধিপতি সুহাশিনী কর, শিক্ষা কর্মাধ্যক্ষ অপর্ণা ভট্টাচার্য প্রমুখ। সভাধিপতি তার বক্তব্যে বিদায়ী জেলাশাসকের দীর্ঘ কর্মদক্ষতায় সৈকত শহর দিঘা থেকে শিল্প শহর হলদিয়া কিভাবে সমৃদ্ধ হয়েছে, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কিভাবে মানুষের পাশে থেকে সহযোগিতা করেছেন তার স্মৃতিচারণ করে নবাগত জেলা শাসকসহ সকলকে অবগত করান।

তিনি রাজ্য সরকারের পুর ও নগরোন্নয়ন দপ্তরের সচিব পদে বদলি হয়ে বৃহত্তর দায়িত্ব পালনে যাচ্ছেন।এ পদে ও তার দক্ষতায় রাজ্যের পাশাপাশি এই জেলা সমৃদ্ধ হবে। এই জেলার সঙ্গে তার নাড়ীর যোগ রয়েছে, এই জেলাকে আরো সমৃদ্ধ করবেন সেই প্রত্যাশা করেন।





