Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

তপোবন শিশু আবাসের নবম প্রতিষ্ঠা দিবস।

পূর্ব মেদিনীপুর জেলার দেশপ্রাণ ব্লকের স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান কাজলা জনকল্যাণ সমিতি পরিচালিত জুভেনাইল জাস্টিস হোম তপোবন শিশু আবাসের ৯তম বর্ষ জন্মদিবস পালিত হল।

এই জন্মদিবস পালন অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে উদ্বোধন করেন কাঁথি মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ সাহা, এছাড়া উপস্থিত ছিলেন কাঁথি থানার আই.সি অমলেন্দু বিশ্বাস, কাঁথি , দেশপ্রাণ ব্লকের শিশু সুসংহত বিকাশ প্রকল্পের আধিকারিক বিপ্লব প্রিয় গিরি, সুপার ভাইজার কাকলী মিশ্র, কাঁথি মহিলা থানার অফিসার ইনচার্জ রুমা মণ্ডল, সরদা গ্রাম পঞ্চায়েত প্রধান ভবানী কর, দেশপ্রাণ লায়ন্স ক্লাবের কর্মকর্তা, কাজলা জনকল্যাণ সমিতির সভাপতি অসীম কুমার দাস, সাধারণ সম্পাদক স্বপন পান্ডা প্রমূখ।

শিশু আবাসিকরা বিভিন্ন ধরনের আবৃত্তি, গান, যোগব্যায়াম, পরিবেশন করে। আবাসিকদের নিয়ে হাডুডু ও অঙ্কন প্রতিযোগিতা হয়। প্রতিটি বিভাগে শ্রেষ্ঠ শিশুদের পুরস্কৃত করা হয়। শিশুদের তৈরি প্রদর্শনী ও শিশুদের লেখা পত্রিকা ” উসশি” উদ্বোধন করেন কাঁথি মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ সাহা,
দেশপ্রাণ লায়ন্স ক্লাবের পক্ষ থেকে শিশু আবাসিকের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয় ও শিশুদের খাতা, পেন ও টিফিন তুলে দেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন তপোবন শিশু আবাসের সুপারিনটনডেন্ট দিপালী নন্দী।

Related News