Select Language

[gtranslate]
২২শে কার্তিক, ১৪৩২ শুক্রবার ( ৭ই নভেম্বর, ২০২৫ )

দুব্দা সমবায়ের কর্মকর্তা নির্বাচন

পূর্ব মেদিনীপুর জেল এগরা-২ ব্লকের দুবদা সমবায় কৃষি উন্নয়ন সমিতির কর্মকর্তা নির্বাচন হয় শুক্রবার। সভাপতি নির্বাচিত হন সুবোধ কুমার সাউ, সম্পাদক খগেন্দ্রনাথ দুয়ারী, সহসভাপতি বলাই লাল পন্ডিত, প্যানেল চেয়ারম্যান হয়েছেন অমলেন্দু খাটুয়া, মনিশঙ্কর পাত্র ,মিনতি নন্দী। প্রসঙ্গত দীর্ঘদিন কোন বোর্ড ছিল না। তার আগের বোর্ডের সম্পাদক ছিলেন খগেন্দ্রনাথ দুয়ারী । সমিতির মোট ডেলিগেট ৫৬ জন ,ডাইরেক্টর ৯ জন । ৯ ডাইরেক্টর কর্মকর্তা নির্বাচনে অংশগ্রহণ করে। কর্মকর্তা নির্বাচনের পর সভাপতি ,সম্পাদকসহ ৯ ডাইরেক্টর কে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেন ব্লক তৃণমূল সভাপতি রাজকুমার দুয়ারী।

Related News

Also Read