Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

শব্দরঙ প্রকাশনীর বইও পত্রিকা প্রকাশ

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির বলাগেড়িয়া সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের মিটিং হলে গত রবিবার শব্দরঙ প্রকাশনীর উদ্যোগে বই ও পত্রিকা প্রকাশের অনুষ্ঠান হল। বাংলা সাহিত্যের খ্যাতনামা সাহিত্যিক বঙ্কিম পুরস্কার প্রাপ্ত ঝড়েশ্বর চট্টোপাধ্যায় সভারমুখ্য অতিথি।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলাগেড়িয়া সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের ভাইস চেয়ারম্যান পার্থ সারথী দাস, মঞ্চ আলোকিত করেন এগরা সারদা শশীভূষণ কলেজের বাংলা বিভাগের অধ্যাপিকা ডঃ শ্রাবস্তী রায়। কবি সর্বাণী বিশ্বাসের “সময়ের আরসিতে”,কবি দীপক হোতার “বিবর্ণ ক্যানভাস”, ড. কালিপদ করের “তুমিও জাদুকর”,কবি মধুমিতা করের “মনমালা”,কবি দেবাংশু ঘোষের “ক্রন্দসীর গন্ধে গোধূলি মায়া”,ও কবি গদ্যকার বিকাশ চন্দ’র জীবন কৃতি নিয়ে একটি উল্লেখযোগ্য আলোচনা গ্রন্থ “এক অক্ষর শ্রমিকের চারণ কথা”,প্রকাশিত হয়। ডা: উৎপল কুমার দাস সম্পাদিত ‘ধনুক’এবং ড.শ্রাবস্তী রায় সম্পাদিত আরোহী পত্রিকা প্রকাশিত হয়। অনুষ্ঠানের সংগীত পরিবেশন করেন পার্থ ভট্টাচার্য, সংগতে সায়ন সামন্ত। কবিতা পাঠ করেন কবি দেবাশিস প্রধান, এস.মহিউদ্দিন, মঞ্জির বাগ, মলয় পাহাড়ি,নিমাই জানা, বিকাশ চন্দ,ত্রিদিব রায়,দিলীপ জানা,সুজাতা করজয়দেব মাইতি,প্রভাকর বাড়ি শঙ্ঘদীপ মাইতি,অনির্বাণ পয়ড়্যা,সুমনা ওঝা,অঙ্কিতা প্রধান সহ প্রায় ৪০ জন লেখক। আলোচনা করেন শান্তনু প্রধান,শুভেন্দু মাইতি।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিবেশন করেন শব্দরঙ প্রকাশনীর দুই প্রধান অঞ্জন দাস ও মেহবুব গায়েন।

Related News

Also Read