Select Language

[gtranslate]
১২ই পৌষ, ১৪৩১ শুক্রবার ( ২৭শে ডিসেম্বর, ২০২৪ )

।। ৪ বছরের ডিগ্রি কোর্স,কেশাপাটে প্রতিবাদ সভা ।।



কেন্দ্রীয় সরকারের জাতীয় শিক্ষানীতি রূপায়ণে এ রাজ্যের রাজ্য সরকার সম্প্রতি তিন বছরের ডিগ্রি কোর্সকে চার বছরের ডিগ্রী কোর্সে রূপান্তরিত করার যে ফরমান জারি করেছে, তার বিরুদ্ধে এস ইউ সি আই (কমিউনিস্ট) দল ১ থেকে ৭ই জুন পর্যন্ত প্রতিবাদ সপ্তাহ পালন ও ১৩ জুন জেলায় জেলায় বিক্ষোভের ডাক দিয়েছে।

সেই কর্মসূচিরই অঙ্গ হিসাবে আজ দলের পাঁশকুড়া ব্লক কমিটির উদ্যোগে কেশাপাটে এক বিক্ষোভ-পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন দলের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সদস্য নারায়ণ চন্দ্র নায়ক, সুনীল জানা, স্নেহলতা সাউ ও লোকাল কমিটির সদস্য দীপঙ্কর মাইতি প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সদস্য আব্দুল মাসুদ ।

Related News

Also Read