Select Language

[gtranslate]
৩রা অগ্রহায়ণ, ১৪৩২ মঙ্গলবার ( ১৮ই নভেম্বর, ২০২৫ )

সাতসকালে কোলাঘাটে পথ দুর্ঘটনায় চন্ডীপুর-এর যুবক প্রাণহারাল

জাতীয় সড়কের উপর মুহুর্মুহু দুর্ঘটনা নিরন্তর ঘটেই চলেছে। এমনই একটি মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকলো কোলাঘাট কেটিপিপি এলাকার মানুষ। স্থানীয় সূত্রে জানা গেছে ১২ মে সাত সকালে অর্কেস্ট্রা’র সরঞ্জাম গাড়িতে বোঝাই করে ফেরার পথে কোলাঘাটে কেটিপিপির সামনে হঠাৎ করে গাড়িটির চাকা ফেটে যায়। এমতাবস্থায় ড্রাইভার গাড়িটিকে স্লথ গতিতে রাস্তার সাইডে দাঁড়া করানোর চেষ্টা করে। সহসা পেছন দিক থেকে উড়িষ্যার নম্বর প্লেট লাগানো একটি লরি গাড়িটির পেছনে সজরে ধাক্কা মারে। গাড়ির পেছন দিকে বসে থাকা প্রদ্যত মাইতি ওরফে (ঝুপা) গাড়ি থেকে ছিটকে পড়লে মাথায় গুরুতর আঘাত লাগে এবং সম্ভবত ঘটনাস্থলেই প্রদ্যতের প্রাণ সংশয় ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে আমি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।বিশ্বস্ত সূত্রে জানা গেছে ৩২ বছর বয়সি প্রদ্যত মাইতি-এর বাড়ি চন্ডীপুর ব্লকের এড়্যাশাল গ্রামে। জাতীয় সড়কের উপর মুহুর্মুহু দুর্ঘটনার কবলে প্রতিনিয়ত প্রাণহানি ঘটছে স্বাভাবিকভাবে এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পডে

Related News

Also Read