প্রদীপ কুমার সিংহ :- লরি ও বলেরো পিকাপ ভ্যানের মুখমুখি সংঘর্ষে মৃত 2 আহত 4 ঘটনাটি ঘটেছে বারুইপুর সাহা পাড়া এলাকায় , পুলিশ সূত্রে খবর সূর্যপুর থেকে সবজি নিয়ে গড়িয়া হাটের যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি হাই টেনশন বিদ্যুতের খুটিতে ধাক্কা মারে বোলেরো পিকআপ ভ্যানটি রাস্তার দিকে ঘুরে যায় ,সেই সঙ্গে বারুইপুর পুরাতন বাজার দিক থেকে গোচরণের দিকে যাওয়া একটি লরি সঙ্গে পিকআপ ভ্যান টির পেটে সংঘর্ষ হয়। এই ঘটনায় গুরুতর জখম হন 6 জন যার মধ্যে দুজনের মৃত্যু হয়েছে ঘটনাস্থলে। বাকি তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় বারুইপুর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় । তাদের নাম সত্য নস্কর, বাবলু নস্কর,সুকুমার মন্ডল। এদের সবার বাড়ি বারুইপুর থানা অন্তত সূর্যপুর এলাকায়। একজন বারইপুর হাসপাতালে চিকিৎসাধীন। বৈদ্যনাথ নস্কর (৩০) বাড়ির বারুইপুর থানার সূর্যপুর এলাকায়। প্রাথমিক চিকিৎসার পর 3 জনের অবস্থার অবনতি ঘটলে তাদেরকে কলকাতায় স্টানান্তরিত করা হয়। ঘটনায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।ঘটনার স্থলে বারুইপুর থানার পুলিশ। পুলিশ ওই এলাকা থেকে বোলেরো গাড়ি এবং সবজি প্যাকেট সব সরিয়ে নে। বোলেরো গাড়িটি একটা ক্রেন নিয়ে এসে থানায় নিয়ে যায়।
সেইসঙ্গে বালির লরির ড্রাইভার বিমল সরদার কে পুলিশ গ্রেফতার করেছে। ঘটনাস্থলে যেসব রক্ত পড়েছিল তা পুলিশ জল দিয়ে পরিষ্কার করে দেয়। তাকে শনিবার বারুইপুর মহাকুমা আদালতে পেশ করে বারুইপুর থানার পুলিশের পক্ষ থেকে।
বারুইপুর থানা পুলিশ এই দুর্ঘটনার ব্যাপারে তদন্ত শুরু করেছে।