খড়গপুর গ্রামীন থানার অন্তর্গত বহড়াপাঠ বেনারসোল এলাকা থেকে কালবাটের তলায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল খড়গপুর গ্রামীন থানার পুলিশ। মৃত ব্যক্তির নাম তপন মুদী ।
মৃত ব্যাক্তি ওই এলাকারই বাসিন্দা। ঘটনাস্থলে ইতিমধ্যে পৌঁছেছে খড়গপুর গ্রামীন থানার পুলিশ। বাড়ির লোকেদের অভিযোগ গতকাল রাত্রে নেশা করতে বেরিয়েছিল তার পরে আর বাড়ি ফিরেনি। সারারাত ধরে তাকে খোঁজাখুঁজি করার পর সকালবেলা জানতে পারা যায় কালভার্টের তলায় তার মৃতদেহ পড়ে রয়েছে।
পরিবারের অভিযোগ কেউবা কারা তাকে খুন করেছে। তাই পুলিশ যাতে সঠিক তদন্ত করে অভিযুক্তকে গ্রেফতার করে সেই দাবি জানিয়েছে তারা। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য চড়িয়েছে খড়গপুর গ্রামীন থানার বহড়া পাট বেনাসেল এলাকায় ।
Post Views: 21