Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

।। প্রচন্ড ভীড়ে ট্রেন থেকে ছিটকে পড়লো যাত্রী ।।

প্রদীপ কুমার সিংহ :- ট্রেন থেকে পড়ে গিয়ে এক ব্যক্তি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি । আহত ব্যক্তির নাম আজিমোল্লা সরদার (৩২)। বাড়ি কুলতলী থানার অন্তর্গত সদ্দার পাড়ার মোষমারি এলাকায়। একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত।

ঘটনাটি ঘটেছে সোমবার সকাল দশটার সময় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত সূর্যপুর ও ধপধপি স্টেশনের মাঝে। ওই ট্রেনের এক রেলযাত্রী সাংবাদিকে বলেন সকাল দশটায় আপ ট্রেন জয়নগর থেকে শিয়ালদা দিকে যাচ্ছিল। ট্রেনটিতে প্রচণ্ড ভিড় ছিল। অনেক রেলযাত্রীরা দরজায় ঝুলতে ঝুলতে যাচ্ছিল।

সেই ট্রেনে প্রচন্ড ভিড় হওয়ায় সূর্যপুর স্টেশন থেকে ট্রেনটি বারুইপুরের দিকে আসছিল স্টেশন থেকে ২০০ মিটার দূরে একটি পোস্টে ধাক্কা লাগে আজি মোল্লা সরদারের। সঙ্গে সঙ্গে সেই ট্রেন থেকে পড়ে যায়। তার মাথায় গুরুতর চোট লাগে।তাকে অন্য রেলযাত্রীরা সেই লাইনে পার থেকে তুলে নিয়ে বারুইপুর মহাকুমা হাসপাতালে আসে। সেখানেই তার চিকিৎসা চলছে।

বারুইপুর স্টেশনে জিআরপিতে খবর গেলে জিআরপি কর্মীরা সঙ্গে সঙ্গে বারুইপুর মহকুমা হাসপাতালে আসে এবং আহত ব্যক্তি চিকিৎসার তদারকি করে। সেই সঙ্গে জিআরপি কর্মীরা আজি মোল্লা সরদারের পকেট থেকে মোবাইল বার করে তার বাড়িতে খবর দেয়। আজি মোল্লার বাড়ির লোকেরা হাসপাতালে দিকে আসে।

Related News

Also Read