রাজ্যের বিভিন্ন প্রান্তের অনেক এমএলএ পা বাড়িয়ে আছে। ছাব্বিশের নির্বাচনের আগে তারা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেবে। রামনগরে এমনই চাঞ্চল্যকর মন্তব্য করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরি।

বসন্তপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়েই তিনি বলেন, “আগামী মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মিছিলে নামছেন। তার আগে ভার্চুয়ালি আমরা বিলিএদের ভোটার তালিকা সংক্রান্ত নির্দেশ দেবো। বিধানসভা ভিত্তিকও পার্টির বিশেষ মিটিং ডাকা হয়েছে, সেখানে পরিষ্কার দিকনির্দেশ দেওয়া হবে।”

অখিল গিরি আরও বলেন, “ভোটার তালিকা তৈরি বা সংশোধনের সময় যদি কোথাও বিএলও অন্যায় করেন, আমরা সরাসরি ব্লকের এআরও’র কাছে অভিযোগ জানাবো। তৃণমূল কোনও অন্যায় বরদাস্ত করবে না।”

এদিনের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর ১ ব্লক তৃণমূল সভাপতি উত্তম দাস,ব্লক যুব তৃণমূল সভাপতি জইরুল ইসলাম, বসন্তপুর অঞ্চল তৃণমূল সভাপতি বিদ্যুৎ কর প্রমুখ দলীয় নেতা।
অনুষ্ঠানে কয়েকশো তৃণমূল কর্মী ও সমর্থকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।





