Select Language

[gtranslate]
১২ই পৌষ, ১৪৩১ শুক্রবার ( ২৭শে ডিসেম্বর, ২০২৪ )

।। পুজোর মুখে বোনাস বাড়ায় খুশি শ্রমিক মহল ।।

হোসিয়ারি শ্রমিকদের ক্ষেত্রে চলতি বছরের পূজা বোনাস ১০.২৫ শতাংশ থেকে বেড়ে দাঁড়ালো ১০.৩৩ শতাংশ। আজ তমলুকে ডেপুটি লেবার কমিশনার অফিসে হোসিয়ারি শ্রমিকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল হোসিয়ারি মজদুর ইউনিয়ন এবং মেকার মালিকদের সংগঠন বেঙ্গল হোসিয়ারি টেলার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

শ্রমিক সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন ইউনিয়নের জেলা সভাপতি মধুসূদন বেরা, যুগ্ম সম্পাদক নেপাল বাগ ও তপন কুমার আদক।

মেকার মালিক এ্যাসোসিয়েশনের পক্ষে উপস্থিত ছিলেন গনেশ কান্ডার, শ্রীমন্ত মাজী প্রমুখ।

প্রসঙ্গত উল্লেখ্য গত ৬ সেপ্টেম্বর শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে তমলুকের ডেপুটি লেবার কমিশনারকে এক অভিযোগপত্র দিয়ে অবিলম্বে বোনাস বৃদ্ধির দাবি জানানো হয়।

সেই পরিপ্রেক্ষিতে লেবার কমিশনার অনিন্দিতা ভট্টাচার্য মালিক এ্যাসোসিয়েশন ও শ্রমিক ইউনিয়নের মধ্যে এই দ্বিপাক্ষিক বৈঠক ডাকেন।

Related News

Also Read