ইন্দ্রজিৎ আইচ :- রবীন্দ্রসদনে দীর্ঘ কয়েক বছর বাদে একক সংগীতে শ্রোতাদের মন জয় করে নিলেন জনপ্রিয় সংগীত শিল্পী ও এ রাজ্যের সংস্কৃতি ও কারিগরী শিক্ষা দপ্তরের মন্ত্রী ইন্দ্রনীল সেন।
মায়া আর্টস এর ১০০ তম আড্ডায় অতিথি ছিলেন ইন্দ্রনীল সেন। ২০১৮ সাল থেকে দক্ষিণ কলকাতার সিমেন্স এর কাছে মায়া আর্টস স্পেস এ প্রতি বুধবার সন্ধ্যায় বিভিন্ন ক্ষেত্রের বিভিন্ন জগতের মানুষ আড্ডায় অংশ নিয়েছেন, গান, নাচ, কবিতা পাঠ, আবৃত্তি, ছবি আঁকা থেকে নানা কাজের মানুষ স্মৃতি চারণ করেছেন এই মায়া আর্টস এ।
আবার তাদের সাক্ষাৎকার বা অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন বিভিন্ন জগতের বিখ্যাত মানুষেরা।
মায়া আর্টস এই প্রথম তাদের আড্ডার ১০০ বছর উদযাপন করলো খুব বড় করে রবীন্দ্রসদনে। এতদিন যে সকল গুণী মানুষেরা মায়ায় আড্ডা দিয়েছেন তাদের সংবর্ধনা জানালো মায়া আর্টস।
মঞ্চে সকল অতিথি দের হাতে একটি স্বারক তুলে দেন মায়া আর্টস এর কর্ণধার
মধুছন্দা সেন।
এইদিন “মায়া আড্ডা ১০০” নামে একটি বই প্রকাশিত হয়।
মায়া আড্ডায় ১০০ তম রজনীতে বুধবারের সন্ধ্যায় অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে ছিলো বিখ্যাত সংগীত শিল্পী ইন্দ্রনীল সেনের একক সংগীত পরিবেশন।
গানে, কথায় ও আড্ডায় জমিয়ে দিলেন ইন্দ্রনীল সেন। শুরু করলেন হিমঝরা চাদিনী আলোতে এই আধুনিক গান দিয়ে। তারপর আমার ভেতর বাহিরে , আমার হৃদয়, আগুনের পরশমনি তার চমৎকার কণ্ঠের জাদুতে সকল শ্রোতাদের মন জয় করে নেয়। সাথে চলতে থাকে আড্ডা
শিল্পী বলেন তার ছোট বেলার নানা স্মৃতিচারণ।পাঠ ভবন স্কুল, গান শেখা, ক্যাসেট বেরোনো, প্রেম পর্ব, নিজের কর্মজীবন, দেশ বিদেশে গান গাওয়া, জনপ্রিয়তা, মন্ত্রিত্ব , পরিবার সব মিলিয়ে জমে উঠেছিলো ইন্দ্রনীল সেনের এই আড্ডা। গেয়ে শোনালেন ধর হাল শক্ত হাতে, এই মেঘলা দিনে একলা, কোথায় হারালোরে আমার মন, ওই যে আকাশের গায় ,আধো ঘুমো ঘোরে, রাঙা মাটির পথের ধারে, এ জীবন দুদিনে খেলা যে, এই সুন্দর সর্নালি সন্ধ্যায়, ডিংডং দেশে,বিজনের চায়ের কেবিন, ধনোধ্যানে পুষ্পে ভরা আমাদের এই বসুনধরা ও সব শেষে তাঁর মায়ের শেখানো ও মায়ের প্রিয় গান জুড়াই তে চাই কোথায় জুড়াই
এই গান গেয়ে সেদিনের একক অনুষ্ঠান শেষ করেন ইন্দ্রনীল সেন।
মঞ্চে তার অনুষ্ঠানে র মাঝে এসেছিলেন শিবাজী চট্টোপাধ্যায়, দেবজ্যোতি বোস থেকে স্বাগতালক্ষী দাসগুপ্ত প্রমুখ শিল্পীরা। অসাধারণ বললে কম বলা হবে।
মন্ত্রীত্ব সামলে ২০১৩ সালের পর এই একক দীর্ঘ দু ঘন্টার গানে শিল্পী প্রমান করলেন তিনি ছিলেন তিনি আছেন, তিনি থাকবেন। রবীন্দ্রসদন কানায় কানায় পূর্ণ। তার গান শুনতে এসেছিলেন ছোট থেকে বড় সবাই। সব মিলিয়ে মায়া আড্ডার ১০০ তম রজনীতে আসর মাতিয়ে দিলেন ইন্দ্রনীল সেন।
কথায় কথায় তিনি বল্লেন “অনেকে ভেবে ছিলেন ইন্দ্রনীল গান ছেড়ে দিয়েছে, গান ভুলে গেছেন, আজ আবার এই রবীন্দ্রসদনে
হল ভর্তি শ্রোতা দর্শকদের সামনে আরো একবার প্রমান করতে পারলাম সংগীত আমায় ছেড়ে যায়নি। আমি এই ভাবে চিরকাল আপনাদের জন্য গান গেয়ে যাবো। করতালিতে হল ভরে গেলো, গানের একটারেশ থেকে গেলো আমাদের মধ্যে।
সমগ্র অনুষ্ঠান টি ভাবনা- পরিকল্পনা- পরিচালনা এবং সঞ্চালনায় ছিলেন শিল্পীর সহধর্মিনী মধুছন্দা সেন ও
বিপ্লব গঙ্গোপাধ্যায়।