Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

।। তদন্তে পুলিশঃ লুকালো শুভেন্দু ঘনিষ্ঠ বিজেপি নেতা ।।

সিপিএমের অপারেশান সুর্যোদয়ের ঘটনায় শহীদদের স্মরনে অনুষ্ঠিত তৃনমূলের শহীদ মঞ্চে আগুন লাগানো এবং তৃনমূল কর্মীকে খুনের প্রচেষ্টা চালানোর অভিযোগের তদন্তে নামলো পুলিশ।আর সেই তদন্ত শুরু হতেই আত্মগোপন করার অভিযোগ উঠলো শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ বিজেপি নেতা মেঘনাথ পালের বিরুদ্ধে।



নন্দীগ্রামে তৃণমূলের শহীদ স্মরণ অনুষ্ঠান মঞ্চে আগুন লাগানোর অভিযোগর তদন্তের জন্যে গতকাল রাতে বিজেপি নেতা মেঘনাথ পালের বাড়িতে গিয়ে পৌঁছায় পুলিশ। মেঘনাথ পাল এর বিরুদ্ধে মূলত প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল রাতে মেঘনাদের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। তার আগেই মেঘনাথ বাবু আত্মগোপন করেন বলে অভিযোগ। শুধু মেঘনাধ পাল নয়,আরো কয়েকজন অভিযুক্তদের বাড়ি-সহ বেশ কিছু জায়গায় তল্লাশি করেছে পূলিশ। কিন্তু কাউকে পাওয়া যায়নি।

অপিরদিকে নন্দীগ্রাম থানার পুলিশের বিরুদ্ধে সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশীর অভিযোগ তুলেছেন মেঘনাথের স্ত্রী।

বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় শহিদ স্মরণ সভামঞ্চ পোড়ার পিছনে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দলের হাত রয়েছে বলে দাবি করেছেন।

নন্দীগ্রাম ১ ব্লক তৃনমূল সভাপতি বাপ্পাদিত‌্য গর্গ জানিয়েছেন গত ১০ নভেম্বর শহিদ দিবসে স্বতস্ফূর্তভাবে হাজার হাজার নন্দীগ্রামবাসী ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির সভায় যোগ দিয়েছিল। নন্দীগ্রাম থেকে বিজেপির পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে। তাই ভয় পেয়ে, আতঙ্কিত হয়ে বিজেপি শহিদ স্মরণ মঞ্চে আগুন লাগিয়ে দিয়েছে।

Related News

Also Read