Select Language

[gtranslate]
২২শে কার্তিক, ১৪৩২ শুক্রবার ( ৭ই নভেম্বর, ২০২৫ )

ভগবানপুরে মেগা রক্তদান শিবির

পূর্ব মেদিনীপুর জেলার লায়ন্স ক্লাব অফ কন্টাই বালুচরীর ব্যবস্থাপনায় ও ভগবানপুর ২ ব্লকের বৃন্দাবনপুর অগ্নিবীণা সংঘ এর পরিচালনা মেগা রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষার শিবির হলো বৃন্দাবনপুর গ্রামে।

শিবিরে প্রায় দুই শতাধিক মানুষের রক্তের চাপ এবং সুগার সহ স্বাস্থ্য পরীক্ষা করা হয়। শিবিরের ৭৮ জন মহিলা সহ ২০৩ জন রক্ত দান করেন।রক্তদাতাদের গোলাপ দিয়ে অভিনন্দন জানানো হয়। রক্ত সংগ্রহ করে কলকাতার কোঠারী হাসপাতাল এর ডাক্তারবাবু এবং কর্মীগন।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন লায়ন্স ক্লাব অব কন্টাই বালুচরীর সদস্য সদস্যবৃন্দ। উপস্থিত ছিলেন বালুচরি লায়ন্সএর সভাপতি সলিল ভৌমিক, সম্পাদক জয়দেব বর্মন, ইন্দ্রজিৎ জানা, শুভ্রান্ত কুমার দাস ও অশোক কুমার দাস পট্টনায়ক। সকলকে ধন্যবাদ জানান অগ্নিবীণা সংঘের সম্পাদক বাপন মন্ডল, সভাপতি অমলেশ মন্ডল সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ।

Related News

Also Read