পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের গোপালপুর পঞ্চায়েতের টেপরপাড়া এলাকায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শাখা স্থানান্তরের প্রতিবাদে সরব গ্রাহকরা। সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার ব্যাঙ্কের ম্যানেজারের কাছে ডেপুটেশন দেয় এলাকাবাসী। তাদের বক্তব্য দীর্ঘ ৫০ বছর ধরে টেপরপাড়া বাসস্টপেজে এক ভাড়া ঘরে এই ব্যাঙ্কের শাখাটি রয়েছে। কাছাকাছি শাখা থাকায় প্রান্তিক মানুষ সহ এলাকাবাসী উপকৃত হচ্ছেন। এলাকার অধিকাংশ মানুষ এই ব্যাঙ্কে লেনদেন করেন। কিন্তু বর্তমানে শাখা অফিসটিকে পার্শ্ববর্তী পটাশপুর পঞ্চায়েত এলাকায় নিয়ে যাওয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আরও অভিযোগ, নাগরিকদের সঙ্গে আলোচনা না করে, নির্দিষ্ট কোনও কারণ ছাড়াই ব্যাঙ্কের শাখা অফিসটি অন্যত্র স্থানান্তর করা হচ্ছে। ডেপুটেশন কারীদের অভিযোগ শাখা অফিস অন্যত্র চলে গেলে ‘এলাকার বাসিন্দারা খুব সমস্যায় পড়বেন। তাঁরা সহজে পরিষেবা পাওয়া থেকে বঞ্চিত হবেন। তাই অবিলম্বে সিদ্ধান্ত প্রত্যাহরের স্বার্থে এই বিক্ষোভ।





