পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর বিধানসভা কেন্দ্রের ভূপতিনগর থানা এলাকায় বোম বিস্ফোরন কান্ড তিন জনের মৃত্যুর ঘটনার রেশ কাটতে না কাটতে এবার নন্দীগ্রামে এক সব্জী বাগান থেকে উদ্ধার হল তাজা বোম ।

জানা গেছে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নন্দীগ্রাম ১ ব্লকের কালিচরণপুর এলাকায় একটি সবজির বাগান থেকে উদ্ধার হয় তাজা বোমা। যার জেরে নতুন করে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির মধ্যে রাজনৈতিক বাদানুবাদ শুরু হয়েছে।
সূত্রের খবর, মঙ্গলবার বিকালে নন্দীগ্রাম ১ ব্লকের কালিচরণপুর এলাকায় একটি সবজির বাগানের বোমা দেখতে পান এলাকায় স্থানীয় বাসিন্দারা। এরপর তারা নন্দীগ্রাম থানার পুলিশকে খবর দেয়। তড়িঘড়ি করে নন্দীগ্রাম থানার পুলিশ তাজা বোমাটি উদ্ধার করে নিয়ে যায়। এলাকার আর কোথাও তাজা বোমা পড়ে রয়েছে কিনা খতিয়ে দেখেন তদন্তকারীরা।

বোমা উদ্ধার ঘিরে তীব্র কটাক্ষ করেছেন বিজেপি। বিজেপির স্থানীয় নেতৃত্বদের দাবি, পঞ্চায়েত নির্বাচনের আগে এলাকায় বোমা মজুত করছে তৃণমূল। ভূপতি নগরের ঘটনা থেকেই সেটা প্রমাণিত। শুধু পূর্ব মেদিনীপুর জেলা নয়, সারা বাংলিয় বোমা এখন কুটির শিল্পে পরিণত হয়েছে। বোমা বন্দুক দিয়ে পঞ্চায়েত ভোট পার করার চেষ্টা করছে তৃণমূল।
যদিও এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। তাদের দাবি,বোম, বন্দুকের রাজনীতি তৃণমূল করে না। সিপিএমের হার্মাদরা বিজেপিতে নাম লিখিয়েছে। তারাই আবারও নতুন করে পঞ্চায়েত নির্বাচনের আগে অশান্তি পাকানোর চেষ্টা করছে। তার প্রমান এটাই। পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করেছি।
নন্দীগ্রাম থানার পুলিশ আধিকারিক বলেন, সবজির বাগান থেকে তাজা বোমা উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। একটি মামলা রুজু করা হয়েছে৷ তদন্ত চলছে।
একের পর এক এলাকা থেকে বোম উদ্ধার হওয়ায় স্বাভাবিক কারনে সাধারন মানুষের মধ্যে আতংক বাড়ছে।






