প্রতি বছরের ন্যায় এবছরও ৭৯তম স্বাধীনতা দিবস শ্রদ্ধার সঙ্গে পালিত হলো চালতি নগেন্দ্র বিদ্যাপীঠে। জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হয় স্বাধীনতা দিবস উদযাপন। এরপর শিক্ষক শিক্ষিকাদের পরিচালনায় নবীন ছাত্রছাত্রীদের দ্বারা পরিবেশিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

প্রতি বছরই দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের ওপর দায়িত্ব ন্যস্ত থাকে নতুন কিছু উপস্থাপনার। অমানুষিক অত্যাচারেও শিরদাঁড়া সোজা রাখা বিপ্লবীদের আত্মত্যাগ ও বীরত্বকে স্মরণ করে এবছরের থিম ছিলো ‘নৃশংস কালাপানি -অন্ধকারা’। সেলুলার জেলের ইতিহাস, রাজনৈতিক বন্দীদের পরিচয়, অত্যাচারের ভয়াবহতা ফুটে উঠেছে ছাত্রছাত্রীদের হাতের কাজে। এলাকাবাসির সানন্দ অংশগ্রহন ছিলো চোখে পড়ার মতো।
উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি পুলিনবিহারী নায়ক, পঞ্চায়েত প্রধান পূর্ণিমা মাইতি, গ্রাম পঞ্চায়েত প্রতিনিধি অঞ্জলি রায়, প্রাক্তন সম্পাদক নারায়ণচন্দ্র কর ও জোবেদ আলি খান এবং অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ।





